ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় -প্রথম পর্ব

নতুন ব্লগিং যারা শুরু করেছেন, বিশেষ করে যাদের নতুন ব্লগ সাইট করেছেন তাদের অন্যতম একটি সমস্যা হলো সাইটে ভিজিটর/ট্রাফিক কম। আর্টিকেল এর টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আমি কি নিয়ে বলতে যাচ্ছি! ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় তুলে ধরব। সাইটে ভিজিটর ইচ্ছামত বাড়ানোর অনেক উপায় আছে। এখানে তার প্রথম উপায় সম্পর্কে বলব। ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় প্রথম পর্ব।

আপনার ব্লগ বা সাইটে ভিজিটর আনতে অনেকে অনেক রকম টিপস দিয়ে থাকবে। এর মধ্যে অন্যতম হলো এসইও (SEO), ভাল আর্টিকেল পাবলিশ কিংবা ব্যাকলিংক তৈরি ইত্যাদি ইত্যাদি। যাই হোক অর্গানিক ট্রাফিক পেতে এই সব টিপস গুলো অবশ্যই ফলো করা উচিত। কিন্তু এই পোস্ট এ একটু ভিন্ন উপায়ে ব্লগ সাইটে ট্রাফিক আনার কথা বলব। এর মাধ্যমে আপনি ব্লগ সাইটে ইচ্ছামত ট্রাফিক বা ভিজিটর নিতে পারবেন। হ্যা, ঠিকই ধরেছেন! আপনার সাইটে যত খুশি তত ভিজিটর নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক কিভাবে কি করলে আপনার ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর নিতে পারবেন। ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ন পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন।

ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় -প্রথম পর্ব


ট্রাফিক/ ভিজিটর কি?

তো প্রথমেই জেনে নেওয়া যাক আমরা যে সাইটের ভিজিটর বা ট্রাফিক নিয়ে আলোচনা করছি, সেটা আসলে কি? ব্লগ বা যেকোন ওয়েবসাইটে তথ্য খুজতে বা জানতে যখন কোন একজন ইন্টারনেট ব্যবহারকারী প্রবেশ করে, তখন সেই ইন্টারনেট ব্যবহারকারীকে ওই সাইটের ভিজিটর বলা হয়। এভাবে যতজন ওই সাইটে বা ব্লগে প্রবেশ করবে, সাইটের ভিজিটর সংখ্যা তত। আর "ট্রাফিক" শব্দটার সাথে তো আমরা মোটামুটি পরিচিত। ট্রাফিক অর্থ হলো চলাচল। সাইটের ভিজিটর কেই মূলত ট্রাফিক বলা হয়ে থাকে। অর্থাৎ সাইটে ট্রাফিক কেমন বলতে বুঝায় সাইটে ভিজিটর কত! ব্লগ বা সাইটে যতজন প্রবেশ করে বা দেখে বা ভিজিট করে তার সংখ্যাই ওই সাইটের ভিজিটর বা ট্রাফিক সংখ্যা।


ট্রাফিক/ ভিজিটর কেন প্রয়োজন?

ব্লগ বা সাইটের ভিজিটর/ ট্রাফিক সম্পর্কে তো ধারণা পেয়েছেন। এবার জেনে নেওয়া যাক যে কেন সাইটের ভিজিটর এতো গুরুত্বপূর্ণ বিষয়!

ভিজিটর বা ট্রাফিক কে একটা ওয়েবসাইটের প্রাণ বলা হয়ে থাকে। যদি কোন সাইট বা ব্লগের ভিজিটর না থাকে তবে সেই সাইট কোন মূল্য নাই। একটা সাইট কতটুকু ভাল তা নির্ধারন করা হয় ওই সাইটে ভিজিটর কত। যে সাইটে ভিজিটর যত বেশি সেই সাইটের দাম তত বেশি। ট্রাফিক সাইটে বেশি আসা মানে বেশি মানুষ আপনার সাইট সম্পর্কে জানে এবং আপনার সাইটে আসে। আপনার সাইটের জনপ্রিয়তা কেমন তা বুঝা যাবে আপনার সাইট বা ব্লগের ট্রাফিক সংখ্যা দেখে। এছাড়া যারা সাইট বা ব্লগের মাধ্যমে অনলাইনে আয় করেন তাদের জন্য ভিজিটর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, সাইট বা ব্লগে ভিজিটর যত বেশি হবে আয় তত বৃদ্ধি পাবে। কেন একটা ব্লগ সাইটের জন্য ট্রাফিক বা ভিজিটর গুরুত্বপূর্ন, কেন ব্লগ সাইটে ভিজিটর প্রয়োজন তা একনজরে দেখে নেওয়া যাক-

  • ভিজিটর ছাড়া যে কোন ধরনের সাইট মূল্যহীন
  • ভিজিটর না থাকলে ব্লগে পাবলিশ হওয়া কোন কিছু কারো কাছে পৌছাবেনা।
  • একটা সাইটের র‍্যাংক বহুলাংশে নির্ভর করে ভিজিটর এর উপর।
  • ভিজিটর/ট্রাফিক যত বেশি হবে ওই সাইট থেকে   আয় তত বেশি হবে। 
  • কমার্সিয়াল সাইট গুলোর ভিজিটর উপর পণ্য বিক্রয় নির্ভর করে।

সুতরাং বুঝতেই পারছেন কেন আপনার ব্লগ সাইটে ভিজিটর আনবেন। এবার মূল টপিকে আসা যাক। আপনার ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় কি?


ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায়

ব্লগ সাইটে ভিজিটর/ট্রাফিক নতুনদের কাছে 'সোনার হরিণ' এর মতো। পোস্ট এর প্রথমেই বলেছি ব্লগ সাইটে ভিজিটর আনতে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। কিন্তু এখানে এই সব কিছু ছাড়া কিভাবে আপনার সাইটে আপনার ইচ্ছামত যতখুশি ভিজিটর আনবেন সে বিষয়ে বলব। শুরুর দিকে জানলাম যে একজন আপনার সাইটে ভিজিট বা প্রবেশ করলে ভিজিটর হিসেবে গণণা করা হয়। এখন প্রশ্ন হতে পারে যে আমার ইচ্ছামত কেন অন্য একজন আমার সাইটে প্রবেশ করবে? আমরা তো জানি কারণ ছাড়া কেউ কোন কাজ করেনা। তাই আপনার সাইট যাতে অন্যরা ভিজিট করে তাই আপনাকেও তাদের জন্য কিছু করতে হবে। ব্যাপার টা বুঝলেন না তো! আমি ট্রাফিক এক্সচেঞ্জ সাইট এর কথা বলছি। চলুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে।

ট্রাফিক এক্সচেঞ্জ সাইট কি?

নাম শুনেই হয়তো ধারণা করতে পারছেন এটা কি ধরনের সাইট! এই সাইট গুলোতে ট্রাফিক বা ভিজিটর এক্সচেঞ্জ বা বিনিময় করা হয়। অর্থাৎ অন্যের সাইটে আপনি ভিজিট বা প্রবেশ করবেন, যার ফলে অন্যরাও আপনার সাইট ভিজিট করবে। এভাবে আপনার সাইটের ট্রাফিক/ ভিজিটর বাড়বে। সেটা আবার কিভাবে? সেই উত্তর ও বলে দিচ্ছি।


ট্রাফিক এক্সচেঞ্জ সাইট যেভাবে কাজ করে :

প্রথমত যে কোন একটি ট্রাফিক এক্সচেঞ্জ সাইটে যাবেন। সেখানে একাউন্ট করে আপনার ব্লগ সাইটের লিংক টি দিবেন যে লিংক এ ভিজিটর নিতে চাচ্ছেন। আপনি চাইলে আপনার সাইটের যে কোন আর্টিকেল এর লিংক ও দিতে পারেন। এরপর আপনি ওই সাইটে অন্যদের দেওয়া লিংকগুলো ভিজিট করবেন। ফলে সাইটে কিছু পয়েন্ট বা মিনিট জমা হবে। একেক সাইটের নিয়ম একেক রকম। তো এই পয়েন্ট বা মিনিট গুলো অটোমেটিক আপনার সাইটে ভিজিটর এনে দিবে। অর্থাৎ আপনি অন্যের সাইটে ভিজিট করে কয়েন বা মিনিট আয় করবেন,আর এই পয়েন্ট বা মিনিটের জন্য অন্যরা আবার আপনার সাইট ভিজিট করবে। অন্যরা আপনার সাইট বা দেওয়া লিংক টি ভিজিট করলে আপনার একাউন্ট এর পয়েন্ট কমে যাবে আবার আপনি কারো লিংক ভিজিট করলে আপনার পয়েন্ট বেড়ে যাবে। এভাবে আপনি যত অন্যের ব্লগ সাইট ভিজিট করবেন, তত অন্যারা আপনার সাইট ভিজিট করবে। এবার বুঝলেন তো ব্যাপার টা!


ট্রাফিক এক্সচেঞ্জ সাইট সম্পর্কে তো বিস্তারিত জানা গেল। এবার প্রয়োজন একটা নির্দিষ্ট সাইট। কোন সাইট থেকে কিভাবে ওয়েবসাইট সেটাপ করে ট্রাফিক নিব সেটার একটা কনফিউশন থেকেই যায়! এই পোস্ট এ আমি যে ট্রাফিক এক্সচেঞ্জ সাইট নিয়ে বলব তার নাম Traffup। ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় প্রথম পর্বে Traffup সাইট থেকে কিভাবে আপনার সাইটে ইচ্ছামত যত খুশি তত ট্রাফিক নিবেন সে সম্পর্কে জানাব।


Traffup থেকে ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায়

এই সাইট এর মাধ্যমে আপনার সাইটে যতখুশি ভিজিটর নিতে পারেন। তার জন্য প্রথমে আপনাকে এই সাইটে একটি একাউন্ট করতে হবে। একাউন্ট করার জন্য নিচে ক্লিক করুন :

>> Click here to Create Account


লিংক এ ক্লিক করলে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে [নিচের ছবির মত]। এরপর উপরে ডান কর্নার এ থাকা "Sign up" লেখাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটি রেজিস্ট্রেশন ফর্ম এ নিয়ে যাবে। [নিচের ছবিতে]


ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় -প্রথম পর্ব

এই ফর্মে আপনার নাম, ইমেইল এড্রেস এবং একই পাসওয়ার্ড দুইবার দিয়ে নিচে ক্যাপচা তে ক্লিক করে ক্যাপচা টা ভেরিফাই করে নিবেন। এরপর নিচে 'Create A account" এ ক্লিক করলে আপনার যে ইমেইল দিয়েছিলেন সেখানে একটা ভেরিফাই লিংক যাবে। ভেরিফাই লিংক এ ক্লিক করে যে কোন ব্রাউজার এ যাবেন তাই আপনার একাউন্ট কম্পলিট হয়ে যাবে। এরপর "Login" আপশন খুজে নিয়ে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড আর নিচে ক্যাপচা তে ক্লিক করে ক্যাপচা টা ভেরিফাই করে নিয়ে লগিন করুন। তারপর আপনার একাউন্ট এ নিচের ছবির মতো দেখাবে:

ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় -প্রথম পর্ব


এখানে উপরে থাকা "Add Website" লেখাতে ক্লিক করবেন। পোস্ট এর মধ্যে বলেছিলাম যে ট্রাফিক এক্সচেঞ্জ সাইটে প্রথমত আপনার সাইটের লিংক দিতে হবে হবে, যে লিংক এ আপনি ভিজিটর নিতে চাচ্ছেন। তো এটাও ঠিক সেই কাজ। "Add Website"এ ক্লিক করলে আপনাকে একটি ফর্ম এ নিয়ে যাবে [নিচের ছবির মতো] এখানে বোঝার সুবিধার্তে এই সাইটের লিংক টা দিলাম। এরপর "Continue" এ ক্লিক করলে ১০ সেকেন্ড পর আরেকটি ফর্ম এ নিয়ে যাবে [নিচের ছবির ২য় অংশ]

ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় -প্রথম পর্ব


এখানে নিচের মতো করে দিবেন:

  1. Website title: আপনি আপনার ইচ্ছামত যেকোন একটা টাইটেল দিবেন।
  2. Points per Visit: আপনার সাইট টি ভিজিট করার জন্য অন্যরা কত পয়েন্ট পাবে সেটা দিবেন। ৫০ পয়েন্ট রাখলে ভাল ভিজিটর পাবেন।
  3. Catagories: যে কোন একটা Category সিলেক্ট করে দিবেন।

এরপর নিচে থাকা "Add Website" এ ক্লিক করলে আপনার সাইট এড হয়ে যাবে। এভাবে আপনি যত খুশি তত সাইট বা লিংক এড করতে পারেন। এবার আসুন কিভাবে পয়েন্ট নিবেন।

এড করা সাইটে ভিজিটর বা ট্রাফিক নিতে হলে আবশ্যই আপনার সাইটে পয়েন্ট থাকতে হবে। পয়েন্ট আপনি এই সাইটে দুইভাবে নিতে পারবেন।

  • ফ্রিতে অন্যের সাইট ভিজিট করে
  • টাকা দিয়ে পয়েন্ট কিনে নিয়ে

টাকা দিয়ে পয়েন্ট কিনে নিতে "Buy points" অপশনে ক্লিক করলে আপনি বিভিন্ন অফার দেখতে পাবেন। এখান থেকে কিনে নিতে পারেন।


ফ্রিতে থেকে যেভাবে পয়েন্ট নিবেন :

 ফ্রিতে অন্যের সাইট ভিজিট করে পয়েন্ট নিতে পারেন। এজন্য আপনার একাউন্ট এ লগিন করলে হোম পেজ এই দেখবেন বিভিন্ন ওয়েবসাইট এর টাইটেল। নিচের ছবিতে তির চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এখানে ক্লিক করলে আপনার একটি নতুন সাইট ওপেন হবে আর উপরে টাইম কাউন্ট হবে ১৫-২০ সেকেন্ড এর মতো। টাইম শেষ হয়ে গেলে একটি ছবি আসবে আর অপশন আসবে। ছবিটা যদি ঘোড়ার হয় তবে "Horse" সিলেক্ট করে দিবেন। যাই হোক যে কোন একটা ছবি আসবে আর নিচে অনেকগুলো নাম আসবে। ছবি টা যেই নামের সেটাতে  ক্লিক করলে আপনার একাউন্ট এ পয়েন্ট যোগ হয়ে যাবে

ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় -প্রথম পর্ব



দেখুন আমার একাউন্ট এ ১০ পয়েন্ট আছে। কোন সাইট ভিজিট করলে কত পয়েন্ট পাব সেটা প্রত্যেকটা সাইটের পাশে লেখা আছে। আপনি শুধু সাইট ভিজিট করে পয়েন্ট কালেক্ট করতে থাকেন, আর কিচ্ছু করতে হবেনা। কিছুক্ষন পর দেখবেন আপনার একাউন্ট থেকে অটোমেটিক পয়েন্ট কমে যাচ্ছে। এর মানে হলো আপনার সাইট কেউ ভিজিট করছে। অন্যরা আপনার সাইট ভিজিট করলে আপনার একাউন্ট থেকে অটোমেটিক পয়েন্ট কমে যাবে। তাই অন্যদের সাইট যত ভিজিট করবেন তত পয়েন্ট একাউন্ট এ আসতে থাকবে আর অন্যরা আপনার।সাইট ভিজিট করবে।

যদিও এটি একটি সময়সাপেক্ষ ব্যাপার। একটি ভিজিটের জন্য আপনি একটি ভিজিট পাবেন। কিভাবে অল্প সময়ে এর চেয়ে অনেক বেশি ভিজিটর আপনার সাইটে ফ্রিতে পাবেন তা দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছে। প্রথমত এই সাইট থেকে অল্পসল্প পরিমানে ফ্রিতে যত ইচ্ছা ভিজিটর নিতে পারেন। এর চাইতেও খুব অল্প সময়ে ফ্রিতে অনেক ভিজিটর আপনার সাইটে কিভাবে আনবেন তা জানতে অবশ্যই 'ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায় -২য় পর্ব' টি পড়ুন।


শেষ কথা
Traffup সাইট থেকে ফ্রিতে খুব সহজে আপনার সাইটে ভিজিটর আনতে পারেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে এর ফলে আমার সাইটের কোন ক্ষতি হবে কিনা! আসলে এটি কোন হ্যাকিং বা অটো ব্রাউজিং সাইট নয়। তাই এর ফলে আপনার সাইটের কোন রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। নতুন ব্লগিং যারা শুরু করেছেন তাদের জন্য এটি অন্যতম ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়ানোর উপায়। আপনি এখান থেকে আপনার ব্লগ সাইটে ইচ্ছামত ভিজিটর বাড়াতে পারেন।

আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন। আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ↗️ লাইক করুন। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে Royal Desk সাইটে আসুন।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url