সিমের এমবি বা ডাটা শেষ হলেও আর টাকা কাটবেনা : airtel

 যে অপারেটরের ই সিম চালান না কেন, এই সমস্যায় প্রায় সবাই পরেছেন। একটা নির্দিষ্ট প্যাকেজ এর ডাটা প্যাক কেনা ছিল, হুট করে কখন ডাটা শেষ হয়ে গেছে খেয়াল নাই। তখন সিম কোম্পানি অটোমেটিক ব্যালেন্স এ থাকা টাকা কাটা শুরু করে। কয়েক মিনিটে ৫০-১০০ টাকা সাবাড় করে দেয়।

সিমের এমবি বা ডাটা শেষ হয়ে হলেও আর টাকা কাটবেনা : airtel



এই সমস্যায় আর ভুগতে হবেনা ইউজারদের। এয়ারটেল এ মাত্র একটি কোড ডায়াল করলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কোড ডায়ালের পর আপনার একাউন্টে PPU Block 1 mb ফ্রিতে দেওয়া হবে। এই ১ এমবি কখনো খরচ হবেনা, এটা মূলত পোস্টপেইড মেগাবাইট।


এয়ারটেল এর এই পোস্ট পেইড ১ এমবি পেতে নিচের কোডটি ডায়াল করুন-


Airtel PPU Block Code: *8444*9999#

এয়ারটেল পিপিইউ ব্লক কোড: *8444*9999#

পোস্টপেইড এমবি কোড : *8444*9999#


আপনার এয়ারটেল সিম এ এই কোড ডায়াল করলে পোস্টপেইড ১ এমবি পাবেন। আপনার ডাটা শেষ হয়ে গেলে ইন্টারনেট অফ হয়ে যাবে কিন্তু একাউন্টে থাকা ১ পয়সা ও কাটবেনা। পিপিউ ব্লক এই এমবি নেওয়ার আগে ব্যালেন্স সর্বনিম্ন ৬ টাকা রাখতে হবে। নাহলে "You are not eligible for this service" নোটিফিকেশন পাবেন।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url