কলেজে কোন লেখকের বই কিনব? -ব্যবসায় শিক্ষা শাখা

ব্যবসায় শিক্ষা শাখায় বা কমার্স সেকশনে কলেজে উঠে প্রায় সব শিক্ষার্থীর ই স্বাভাবিক প্রশ্ন হয়ে থাকে যে কোন বই কোন লেখকের সবচেয়ে ভাল হবে! কোন বইটা কিনব? কোন প্রকাশনীর বই কিনলে ভাল প্রিপারেশন নেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি। তো "রয়্যাল ডেস্ক" এর এই পর্বে সেই বিষয় নিয়ে আলোচনা করব।

ব্যবসায় শিক্ষা শাখার বই।

ব্যবসায় শিক্ষা শাখায় বা কমার্স সেকশনে কলেজে উঠে প্রায় সব শিক্ষার্থীর ই স্বাভাবিক প্রশ্ন হয়ে থাকে যে কোন বই কোন লেখকের সবচেয়ে ভাল হবে! কোন বইটা কিনব? কোন প্রকাশনীর বই কিনলে ভাল প্রিপারেশন নেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি। তো "রয়্যাল ডেস্ক" এর এই পর্বে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ব্যবসায় শিক্ষা শাখার বই।  আরো জানুন - ব্যবসায় শিক্ষা বিভাগের ৩য় ও চতুর্থ বিষয় কোনটা নিলে ভাল হবে? অনেকেই ব্যবসায় শিক্ষা বিভাগে কোনটা ৩য় আর কোনটা চতুর্থ বিষয় হিসেবে নিবে সেটা নিয়ে কনফিউশনে পরে যায়। তারা উপরে লিংক এ ক্লিক করে বিস্তারিত পোস্ট থেকে জেনে নিতে পার।ব্যবসায় শিক্ষা শাখার বই।  তো পোস্টের মূল বিষয়ে আসা যাক। প্রথমত কলেজে বা উচ্চমাধ্যমিক পর্যায়ে উঠে সাধারণত শিক্ষার্থীরা তাদের কোন বিষয় কোন লেখকের বই পড়বে এটা নিয়ে সমস্যায় পড়ে। কারণ, মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক এ প্রথম বিষয় ভিত্তিক বিভিন্ন লেখকের আলাদা আলাদা বই বাজারে পাওয়া যায়। এখানে ব্যবসায় শিক্ষা বিভাগের বহূল প্রচলিত লেখকের বইগুলোর কথা তুলে ধরব। একটা কথা সবারই জানা উচিত যে, বই যেই লেখকের ই হোক না কেন, মূল বিষয় কিন্তু একই। এখন কোন কোন টপিক একেক বই এ একেক রকম থাকে। কোনোটা শিক্ষার্থী দের বোঝার জন্য সুবিধাজনক হয়, আর কোনোটা হয়না।এর উপরই সাধারণত বিভিন্ন লেখকের বই সাজেস্ট করা হয়। কিন্তু সব ব্যবসায় শিক্ষা শাখার বই বই এর টপিক এবং মূল বিষয় একই।  কলেজ বা উচ্চমাধ্যমিক এ ব্যবসায় শিক্ষা বিভাগের একজন স্টুডেন্ট কে ৩ টি আবশ্যিক বিষয়, ৪ টি বিভাগীয় বিষয় পড়তে হয়। আবশ্যিক বিষয় গুলো হলো : বাংলা (১ম পত্র ও ২য় পত্র), ইংরেজি (১ম পত্র ও ২য় পত্র), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আবার ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় গুলো হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (Management), হিসাববিজ্ঞান (Accounting)।  এছাড়াও ৩য় বিষয় হিসেবে উৎপাদন ব্যবস্থা ও বিপণন অথবা ফাইন্যান্স এর মধ্যে যে কোন একটা নিতে হয়। আবার চতুর্থ বিষয় হিসেবে কিছু অন্যান্য বিষয় নেওয়ার সুযোগ থাকে। ব্যবসায় শিক্ষা বিভাগে কি কি বিষয় এবং ৩য় এবং চতুর্থ বিষয় হিসেবে কি কি বিষয় নেওয়া যেতে পারে তা জানতে নিচের পোস্ট টি পড়ুন -  এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভাল যে, "ব্যবসায় শিক্ষা বিভাগে একজন শিক্ষার্থী দুইটা বিষয় নিজের ইচ্ছামত নিতে পারে।" তাই এখানে ৩য় এবং চতুর্থ বিষয় নির্ধারণ করার অপশন থাকে। ব্যবসায় শিক্ষা শাখার বই।  এখন ব্যবসায় শিক্ষা বিভাগের এই যে বিষয়গুলো আছে সেগুলো কোন কোন লেখকের বই জনপ্রিয় এবং বহূল প্রচলিত সেই ব্যাপারে আসা যাক। নিচে বিস্তারিত দেখে নাও -  আবশ্যিক বিষয়সমূহ বাংলা ১ম পত্র বোর্ড  বাংলা ২য় পত্র অক্ষরপত্র-পাঞ্জেরী বা অন্য প্রকাশনী  ইংরেজি ১ম পত্র বোর্ড  ইংরেজি ২য় পত্র Young Learner English grammar-পাঞ্জেরী বা অন্য প্রকাশনী  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লেখক- মাহবুবুর রহমান সিসটেক পাবলিকেশন্স অথবা/ লেখক- মুজিবুর রহমান  ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়সমূহ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (Management) লেখক- মোহাম্মদ খালেকুজ্জামান স্যার দ্যা যমুনা পাবলিশার্স  হিসাববিজ্ঞান (Accounting) লেখক- দীপক কুমার নাগ অথবা/ লেখক- সৈয়দ ওয়ালিউল্লাহ আবিদ পাবলিকেশন্স  ফিন্যান্স,ব্যাংকিং ও বীমা (Finance) লেখক- মোহাম্মদ খালেকুজ্জামান স্যার দ্যা যমুনা পাবলিশার্স  উৎপাদন ব্যবস্থা ও বিপণন (Marketing) লেখক- মোহাম্মদ খালেকুজ্জামান স্যার দ্যা যমুনা পাবলিশার্স  [বিদ্রঃ উল্লিখিত লিস্টের সাথে কোন ব্যবসায়িক সম্পর্ক জড়িত নয়।]  আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন। যেকোন প্রয়োজনে Royal desk সাইট টি ভিজিট করতে পারেন। নিয়মিত আপডেট পেতে "My Blog Desk"  ফেসবুক পেজটি লাইক করুন। এ বিষয়ে কোন প্রশ্ন বা সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট এ জানাবেন।



আরো জানুন - ব্যবসায় শিক্ষা বিভাগের ৩য় ও চতুর্থ বিষয় কোনটা নিলে ভাল হবে?

অনেকেই ব্যবসায় শিক্ষা বিভাগে কোনটা ৩য় আর কোনটা চতুর্থ বিষয় হিসেবে নিবে সেটা নিয়ে কনফিউশনে পরে যায়। তারা উপরে লিংক এ ক্লিক করে বিস্তারিত পোস্ট থেকে জেনে নিতে পার।ব্যবসায় শিক্ষা শাখার বই।


তো পোস্টের মূল বিষয়ে আসা যাক। প্রথমত কলেজে বা উচ্চমাধ্যমিক পর্যায়ে উঠে সাধারণত শিক্ষার্থীরা তাদের কোন বিষয় কোন লেখকের বই পড়বে এটা নিয়ে সমস্যায় পড়ে। কারণ, মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক এ প্রথম বিষয় ভিত্তিক বিভিন্ন লেখকের আলাদা আলাদা বই বাজারে পাওয়া যায়। এখানে ব্যবসায় শিক্ষা বিভাগের বহূল প্রচলিত লেখকের বইগুলোর কথা তুলে ধরব। একটা কথা সবারই জানা উচিত যে, বই যেই লেখকের ই হোক না কেন, মূল বিষয় কিন্তু একই। এখন কোন কোন টপিক একেক বই এ একেক রকম থাকে। কোনোটা শিক্ষার্থী দের বোঝার জন্য সুবিধাজনক হয়, আর কোনোটা হয়না।এর উপরই সাধারণত বিভিন্ন লেখকের বই সাজেস্ট করা হয়। কিন্তু সব ব্যবসায় শিক্ষা শাখার বই বই এর টপিক এবং মূল বিষয় একই।


কলেজ বা উচ্চমাধ্যমিক এ ব্যবসায় শিক্ষা বিভাগের একজন স্টুডেন্ট কে ৩ টি আবশ্যিক বিষয়, ৪ টি বিভাগীয় বিষয় পড়তে হয়। আবশ্যিক বিষয় গুলো হলো : বাংলা (১ম পত্র ও ২য় পত্র), ইংরেজি (১ম পত্র ও ২য় পত্র), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আবার ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় গুলো হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (Management), হিসাববিজ্ঞান (Accounting)।  এছাড়াও ৩য় বিষয় হিসেবে উৎপাদন ব্যবস্থা ও বিপণন অথবা ফাইন্যান্স এর মধ্যে যে কোন একটা নিতে হয়। আবার চতুর্থ বিষয় হিসেবে কিছু অন্যান্য বিষয় নেওয়ার সুযোগ থাকে। ব্যবসায় শিক্ষা বিভাগে কি কি বিষয় এবং ৩য় এবং চতুর্থ বিষয় হিসেবে কি কি বিষয় নেওয়া যেতে পারে তা জানতে নিচের পোস্ট টি পড়ুন -

ব্যবসায় শিক্ষা শাখার ৩য় ও চতুর্থ বিষয় হিসেবে কোনটা নিব? -জেনে নাও


এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভাল যে, "ব্যবসায় শিক্ষা বিভাগে একজন শিক্ষার্থী দুইটা বিষয় নিজের ইচ্ছামত নিতে পারে।" তাই এখানে ৩য় এবং চতুর্থ বিষয় নির্ধারণ করার অপশন থাকে। ব্যবসায় শিক্ষা শাখার বই।


এখন ব্যবসায় শিক্ষা বিভাগের এই যে বিষয়গুলো আছে সেগুলো কোন কোন লেখকের বই জনপ্রিয় এবং বহূল প্রচলিত সেই ব্যাপারে আসা যাক। নিচে বিস্তারিত দেখে নাও -



আবশ্যিক বিষয়সমূহ

বাংলা ১ম পত্র

বোর্ড


বাংলা ২য় পত্র

অক্ষরপত্র-পাঞ্জেরী

অথবা/

বাংলা বিসর্গ

-গাইডলাইন পাবলিকেশন

বা অন্য প্রকাশনী


ইংরেজি ১ম পত্র

বোর্ড


ইংরেজি ২য় পত্র

ছায়ামঞ্চ English

-ছায়ামঞ্চ পাবলিকেশন 

অথবা/

Young Learner English grammar-পাঞ্জেরী

বা অন্য প্রকাশনী


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

লেখক- মাহবুবুর রহমান

সিসটেক পাবলিকেশন্স

অথবা/

লেখক- মুজিবুর রহমান


ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়সমূহ

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (Management)

লেখক- মোহাম্মদ খালেকুজ্জামান স্যার

দ্যা যমুনা পাবলিশার্স


হিসাববিজ্ঞান (Accounting)

লেখক- দীপক কুমার নাগ

অথবা/

লেখক- সৈয়দ ওয়ালিউল্লাহ

আবিদ পাবলিকেশন্স


ফিন্যান্স,ব্যাংকিং ও বীমা (Finance)

লেখক- মোহাম্মদ খালেকুজ্জামান স্যার

দ্যা যমুনা পাবলিশার্স


উৎপাদন ব্যবস্থা ও বিপণন (Marketing)

লেখক- মোহাম্মদ খালেকুজ্জামান স্যার

দ্যা যমুনা পাবলিশার্স


পরিসংখ্যান (Statistics)

লেখক- মোঃ আব্দুল আজিজ

দি এঞ্জেল পাবলিশার্স 

>>ব্যবসায় শিক্ষা শাখার ৩য় ও চতুর্থ বিষয় হিসেবে কোনটা নিব? -জেনে নাও


[বিদ্রঃ উল্লিখিত লিস্টের সাথে কোন ব্যবসায়িক সম্পর্ক জড়িত নয়।]


আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন। যেকোন প্রয়োজনে Royal Desk🔹 সাইট টি ভিজিট করতে পারেন। নিয়মিত আপডেট পেতে   Facebook Page 🔹 লাইক করুন। এ বিষয়ে কোন প্রশ্ন বা সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট এ জানাবেন।

Share This Post

Next Post Next Post
No comments yet
Click Here To Comment

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url